বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ বিএনপি থেকে অনেক বড় ও পুরোনো দল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচার সরকার পালিয়ে গেলেও তাদের কর্মীরা রয়ে গেছে। আপনারা সতর্ক থাকবেন যেন বিএনপির প্রতিপক্ষ বিএনপি না হয়। কারণ আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো ঘাপটি মেরে আছে, তাদের হালকা করে দেখার কারণ নেই।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত সমীর ভূঁইয়ার স্মরণে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমীর ভূঁইয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাধবদী পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রয়াত নেতা সমীর ভূঁইয়ার বাড়িতে ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার আদহাম শাহানশাহ ভূঁইয়ার সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, মাধবদী থানা যুবদলের আহ্বায়ক শাহান উল্লা শাহান, সদস্য সচিব শহীদুজ্জামান অপু, সাবেক আহ্বায়ক কাজী ওয়াসীম, সদস্য সচিব দেলোয়ার হোসেন, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সোলায়মান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব জোবায়ের নকীবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রয়াত সমীর ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী পরপারে পাড়ি জমিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন খায়রুল কবির খোকন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের এই ক্রান্তিকালে দলীয় নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি জনগণের চাওয়া-পাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে রাজনীতি করার আহ্বান জানান।
আলোচনা শেষে সমীর ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।