দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেছেন, বাংলাদেশে হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ নেই। আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আসন্ন পূজায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোন দল বা ব্যক্তি দায়ভার বাংলাদেশ আওয়ামী লীগ নিবেনা।
রোববার (৮ অক্টোবর) বিকেলে কচুয়া উপজেলার ৫নং সহদেবপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অধম্য গতিতে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে নিজ যোগ্যতায় অনেক কিছু করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে পৃথিবীর শীর্ষ ২০দেশের একটি থাকবে বাংলাদেশ। আগামী সংসদ নির্বাচনে কচুয়া-১ আসনে নৌকা মার্কায় বিজয়ী করতে সকল কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান।
এসময় আরো উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ, ৮নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৭নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন মুন্সি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ৬নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টগর গাজী, ১০নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, সাবেক জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এমএ হাসানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী