ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে আছুবা বেগম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বোকাই নগর ইউনিয়নের বালুচড়া গ্রামে ১৭ মার্চ (শুক্রবার) দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ফ্রি ব্লাড পরীক্ষা, দাঁতের পরীক্ষাসহ সকল প্রকার রোগের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
ক্যাম্পিং কর্মসূচীর নেতৃত্ব দেন আছুবা বেগম মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যাক্তিগত চিকিৎসক এবং জাতীয় পার্টির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ডাঃ মুস্তাফিজুর রহমান আকাশ। এতে সহযোগীতা হিসেবে ছিলেন ডাঃ মৌসুমি আক্তার সুমি,ডাঃ মাকসুদুল হক মাসুদ,ডাঃ শেখ সুহেল, ডাঃ রাকিবুল হাসান।
ডাঃ মুস্তাফিজুর রহমান আকাশ বলেন, এলাকার অসহায়, দরিদ্র মানুষের সেবায় আছুবা বেগম মোরিয়াল ট্রাস্ট প্রতিষ্ঠা করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আঃ গফুরসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সাংবাদিকবৃন্দ।