প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে অবশেষে সৌন্দর্য বর্ধনের ২টি কৃঞ্চচুড়া গাছ বিক্রির সিদ্ধান্ত বাতিল করেছে ময়মনসিংহ গৌরীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ জুন) এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গাছ দুইটি গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থিত। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত দৃষ্টি নন্দন জমিদার বাড়িতে কলেজটিতে শতবর্ষী বেশ কিছু গাছ রয়েছে। কলেজ কর্তৃপক্ষ উন্নয়নের অযুহাতে বিভিন্ন সময় এসব গাছ বিক্রি করছে, ভাঙ্গা হয়েছে পুরনো ঐতিহ্যবাহী একটি ভবনও। এনিয়ে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা সবসময়ই প্রতিবাদ ও আন্দোলনে সরব।
গাছের পাতা পড়ে নিচে শ্যাওলা জমছে, এমন তুচ্ছ অযুহাতে এবারও কলেজের সৌন্দর্য বর্ধন করছে এমন ২টি কৃঞ্চচূড়াসহ ৬ টি গাছ বিক্রির সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সরব হয়ে উঠে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। অবশেষে প্রতিবাদের মুখে বাতিল করা হয় এ সিদ্ধান্ত।
গৌরীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিল্টন ভর্ট্রাচার্য জানান- টেন্ডারকৃত ৬টি গাছের মধ্যে কার্যালয়ের সামনের ২টি কৃঞ্চচূড়া গাছ বিক্রির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।