বর্তমান আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর হামলায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর ৫ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে একজন তালেবান যোদ্ধাও আহত হয়েছেন বলে জানা গেছে।
ইরান ভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, শনিবার (১৮ মার্চ) দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে বলেন, তালেবান অভিযানে বেশ কয়েকজন আইএস সন্ত্রাসী নিহত হয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাজারি শরীফ শহরের কয়েকটি এলাকায় তালেবান এসব অভিযান পরিচালনা করে।
এছাড়া বালখ প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজির পাজওক আফগান নিউজকে বলেছেন, হামলায় তিনটি আইএস আস্তানা ধ্বংস করা হয়েছে। এ সময় পাঁচ সন্ত্রাসী নিহত হয়। যাদের সবাই তাজিক এবং উজবেক নাগরিক। ওয়াজির আরও বলেন, অভিযানে চারটি কালাশনিকভ ও কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এর আগের সপ্তাহে, আইএস মাজার-ই-শরীফের তেবিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে কয়েক ডজন সাংবাদিক নিহত ও আহত হয়েছে। ২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর থেকে দেশব্যাপী ভয়াবহ কিছু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগানিস্তানে এসব হামলার দায় স্বীকার করেছে আইএস।