নিউজ ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম:
আড়াইহাজারে এক ইউএনও’র বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ইউএনও শরীফুল ইসলাম নোয়াখালি জেলার কবির হাট উপজেলায় কর্মরত। স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া মোল্লা বাড়ি এলাকায় ডাকাতির এই ঘটনা ঘটে।
ইউএনও শরীফুল ইসলাম জানান, বুধবার (১৯ ডিসেম্বর) রাত ১টা থেকে ৩টার মধ্যে দুস্কৃতিকারীরা বাড়িতে প্রবেশ করে থাকতে পারে। তারা দ্বিতীয় তলা বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে বারান্দার কেঁচি গেটের (কলাপসিবল গেট) তালা কেটে ফেলে। থাকার কক্ষে ঢুকে বিছানাপত্র তচনছ করে। এক পর্যায়ে আলমারীতে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার, তিন লাখ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৪ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত সদস্যদের গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।