গত আড়াই মাসে মৃত্যুহীন সময় পার করলো ঝিনাইদহ জেলা। গত ৪৮ ঘন্টায় ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যান নি। তবে আক্রান্ত হয়েছে ২৪ জন। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম সোমবার বিকালে এ তথ্য জানান। তিনি বলেন সবার প্রচেষ্টার কারণে হয়তো আক্রান্ত ও মৃত্যুর হার কমতে শুরু করেছে। এটা তারই প্রমান।
তিনি বলেন দুই দিন ধরে ঝিনাইদহে করোনা ভাইরাসে আক্রান্ত থাকলেও কোন মৃত্যু নেই। এটা একটা ভালো লক্ষণ বলে মনে হচ্ছে। তিনি বলেন গনহারে টিকা প্রদান ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের তৎপরতার সুফল পেতে শুরু করেছে মানুষ।
ঝিনাইদহে আ’লীগ এমপি’র মেয়েকে নিয়ে লাপাত্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, থানায় অপহরণ মামলা দায়ের!