ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেবে কানাডা। ইউক্রেনে হঠাৎ সফরকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দিয়েছেন। খবর: এএফপি।
এছাড়া ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে যুদ্ধাপরাধ হয়েছে এবং সেই যুদ্ধপরাধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ী। এমন মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রবিবার (৮ মে) হঠাৎ এক সফরে ইউক্রেনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
সফরকালে কানাডীয় প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন । জেলেনস্কির সঙ্গে এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমি নিজের চোখে রাশিয়ার অবৈধ এই যুদ্ধের বর্বরতা প্রত্যক্ষ করেছি। জঘন্য এ যুদ্ধাপরাধের জন্য ভ্লাদিমির পুতিন দায়ী। তাকে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে।’
এ সময় রাজধানী কিয়েভে কানাডার দূতাবাসের কার্যক্রম ফের চালুর ঘোষণা দেন জাস্টিন ট্রুডো।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী কিয়েভে ওই সংবাদ সম্মেলনে ইউক্রেনকে আরও অস্ত্র ও সামরিক সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে তিনি বলেন, ‘আজ আমি ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজ, ছোট অস্ত্র, গোলাবারুদ এবং ডিমাইনিং অপারেশনের জন্য অর্থসহ অন্য সহায়তা রয়েছে।’