বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

ইতালিতে পর্তুগাল প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা

বর্তমানকণ্ঠ ডটকম / ৭ পাঠক
বুধবার, ৬ মার্চ, ২০১৯

প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, ইতালি : ইতালির রোম সফররত পর্তুগাল প্রবাসী চার সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।  রোমের বাংলা টাউন খ্যাত তরপিনাতারা রসই রেষ্টুরেন্টে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহবায়ক রনি মোহাম্মদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহুর উল হক, প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ, প্রবাস কথার পর্তুগাল প্রতিনিধি জাহিদ কাওসারকে ইতালি বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় রোম সফররত বাংলাদেশ পুলিশের দুজন উর্ধতন কর্মকর্তা, এসপি (সিআইডি) সৈয়দ জান্নাত আরা, এ এসপি মাহামুদা খানমকেও সংবর্ধনা দেওয়া হয়। ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমডি রিয়াজ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি জামান মোক্তার, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জমির হোসেন, জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সভাপতি মাহে আলম শ্যামল, ইতালি সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, রোম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি পান্নু খান, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, গাজীপুর জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আলম শাহ, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, মহিলা সম্পাদিকা ফাহিমা হোসেন, সদস্য তাহেরুল ইসলাম, আরিফুল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুহিব হাসান, পিন্টু হোসাইন, মিজু আহমেদ, নাদিম মাহামুদ, সাগর আহমেদ, রাসেল আহমেদ সহ আরো অনেকে। এ সময় বক্তারা ইউরোপ ব্যাপী অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব এবং ইতালি প্রেস ক্লাবের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন হয়েছে তা এই আয়োজনই প্রমাণ করে। শুধু রোম নয় ইউরোপের প্রতিটি দেশে কমিউনিটি উন্নয়নে প্রবাসী সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ