ঈদুল আজহার পর দেশের ছয় শহরে বিএনপির চার অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘দলের পক্ষ থেকে দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচি নেয়া হয়েছে। এই পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষক দল, শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দল।’
রিজভী আরও বলেন, ‘ইতিমধ্যে এই কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সংগঠন চারটির নেতাদের নিয়ে প্রস্তুতিমূলক বৈঠক করেছেন।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয, নোয়াখালীতে ১৫ জুলাই, দিনাজপুরে ১৯ জুলাই, রাজশাহীতে ২৮ জুলাই, যশোরে ৫ আগস্ট, হবিগঞ্জে ১২ আগস্ট এবং বরিশালে ১৯ আগস্ট এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।’