শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে ধর্ষণে ২৩ সপ্তাহের অন্তঃসত্তা কিশোরী

বর্তমানকণ্ঠ ডটকম / ৮ পাঠক
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃশামীম মিয়া (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে বুধবার (২০অক্টোবর) ভিকটিম কিশোরীর পিতা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ভিকটিম কিশোরী ২৩ সপ্তাহের অন্তঃসত্তা। মোঃশামীম মিয়া উপজেলার মোঃআবুল কাশেমের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম বাদীর অভিযোগের বরাত দিয়ে বলেন, অভিযুক্ত মোঃ শামীম মিয়ার ঘর পাশাপাশি হওয়া ভিকটিম আসা-যাওয়া করত। সে সুযোগে বিয়ের প্রলোভনে গত রমজান মাসে কিশোরীটিকে ধর্ষণ করে। সর্বশেষ রমজানের ঈদের ২/৩ আগে ১০/৫/২১ বিকাল ৩ টার সময় শামীম তার ঘরে নিয়ে বিয়ের কথা বলে আবার ধর্ষণ করে। কিশোরীর শারীরিক পরিবর্তন হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। গত ১৭ অক্টোবর হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে কিশোরী ২৩ সপ্তাহের অন্তঃসত্তা বলে জানতে পারেন কিশোরীর পরিবার। পরে বিষয়টি জানাজানি হলে থানায় মামলা করেন কিশোরীর পিতা।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, কশোরীর ডাক্তারী পরিক্ষা সম্পন্ন করে জবানবন্দী রেকর্ড করা হয়েছে।আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ