দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিকের ভুয়া ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ। ওই প্রতারকের নাম বিকাশ রায় (২৬)।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দীনের নেতৃত্বে জেলার চিরিরবন্দর উপজেলার দূর্গাপুর বানিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
আটক বিকাশ রায় চিরিরবন্দর উপজেলার দূর্গাপুর বানিয়াপাড়া দক্ষনাথ রায়ের ছেলে। ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দীন বলেন, বিকাশ দীর্ঘদিন ধরে নিজেকে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিকের পিএস পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। ফেসবুকের মেসেঞ্জারে বিভিন্ন ব্যক্তিকে চাকরি নিয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা গ্রহণ করত সে। আর প্রতারণার সময় সে নিজেকে জুয়েল নামে পরিচয় দিত।