নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত। রবিবার (৩ মার্চ) ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির দলের সাধারণ সম্পাদককের শারীরিক সুস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
দোয়া মুনাজাতে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে তিনি পূর্বের ন্যায় যেনো সকলের মাঝে ফিরে আসতে পারে এই কামনা করা হয়।
দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উলি আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা।
রবিবার সকাল ৮টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে বিএসএমএমইউ’র আইসিইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার। এনজিওগ্রাম করার পর ৩টি ব্লক ধরা পড়ে। একটি ব্লক খুলে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউ’তে গিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরীসহ অসংখ্য মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতা-কর্মী।