বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভাড়াটে সৈন্য দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। রাশিয়ার টাভার অঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি প্লেনের যাত্রীদের তালিকায় ছিলেন ওয়াগনার ভাড়াটে গ্রুপের প্রধান প্রিগোজিন।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রিগোজিনের ব্যক্তিগত প্লেন কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয় ও এর সকল আরোহী নিহত হয়েছেন।
রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রসঅ্যাভিয়েশন জানিয়েছে, ওই প্রাইভেট জেটটি যাত্রীর তালিকায় প্রিগোজিনের নাম ছিল।
জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ওই প্রাইভেট জেটটিতে সাতজন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন।