এ কে আজাদ, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরবন্দি হয়ে যাওয়া মানুষগুলোর জন্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।গতকাল সোমবারও চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে।
এসব চাল বিতরণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, শিক্ষামন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সুমন ও সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন।