স্ত্রীর লাশ নিয়ে একা ঘরে বসে কাঁদছিলেন করোনায় আক্রান্ত এক স্বামী, কেউ এগিয়ে না আসায় উদ্ধার করলেন ইউএনও। ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরে।
জানা যায়, চাদপুর শহরে রব খানের বাসায় ভাড়া থাকেন শাহ আলম ভূঁইয়া ও তার স্ত্রী শাহনাজ বেগম। তাদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে মধ্যপ্রাচ্যের দুবাই থাকেন একমাত্র মেয়ে থাকেন আমেরিকায় । গত কয়েকদিন আগে শাহ আলম ভূঁইয়া ও শাহনাজ বেগম করোনায় আক্রান্ত হন। এমন পরিস্থিতিতে আশপাশের কাউকেই তারা নিজের অসুস্থতার কথা জানাননি।
১২ জুলাই সোমবার সকাল ৯টার দিকে করোনায় আক্রান্ত হয়ে মারা জাান স্ত্রী শাহনাজ বেগম (৫০)। এদিকে করোনা আক্রান্ত হয়ে বিছানায় কাতরাচ্ছেন শাহ আলম ভূঁইয়া (৬০)। তিন ছেলে প্রবাসে থাকায় নির্জন ঘরে স্ত্রীর লাশ নিয়ে কান্না করছিলেন তিনি। এমন পরিস্থিতি দেখে কাছে যাওয়ার সাহস করেনি প্রতিবেশী এমনকি আত্মীয় স্বজনরাও।
খবর পেয়ে তাৎক্ষণিক করোনা আক্রান্তের বাড়িতে উপস্থিত হন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। মুমূর্ষু অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান আর মৃত ওই নারীর দাফনের ব্যবস্থা করেন তিনি এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, এমন পরিস্থিতিতে শুধু মানবিকতা বিবেচনায় নয়, দায়িত্ববোধ থেকেই করোনায় আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমাদের সকলের উচিত প্রতিটা মানুষের পাশে দাড়ানো।