রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ডাকাত সদস্য নিহত

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

কুষ্টিয়া,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,২২ ডিসেম্বর ২০১৭: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, দুটি পাইপগান, একটি রামদা, এক রাউন্ড শুটারগানের গুলি ও বেশ কিছু দড়ি উদ্ধার হয়েছে।

কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে একদল ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক ডাকাত সদস্যকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ