বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন

চূড়ান্ত বাছাইয়ের জন্য নরসিংদী সদরের ৩ প্রার্থীর নাম ঢাকায়

বর্তমানকণ্ঠ ডটকম / ৭ পাঠক
শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯

মো: আল-আমিন সরকার | বর্তমানকণ্ঠ ডটকম: আসন্ন উপজেলা নির্বাচনে নরসিংদী সদরের চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে স্থানীয়ভাবে সমঝোতায় ব্যর্থ হয়ে অবশেষে চূড়ান্ত বাছাইয়ের জন্য তিন প্রার্থীর নামই ঢাকায় কেন্দ্রীয় কমিটি বরাবর পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
গতকাল নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত প্রার্থী বাছাই অনুষ্ঠানে নরসিংদী-১আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি লে: ক: মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক) এ সিদ্ধান্তের কথা জানান।
অনুষ্ঠানের শুরুতেই আসন্ন নির্বাচনে প্রার্থীতার জন্য নাম ঘোষনার আহ্বান করা হলে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সফর আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূঁইয়া ও নরসিংদী জেলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার হোসেন (সাবেক কমিশনার)। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে অলিউর রহমান আজিম, কফিলউদ্দিন বাচ্চু, মাহমুদ হাসান আপেল চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার, এ্যাডভোকেট শিরীন আক্তার শেলী, আঁখি রানী দাস প্রার্থীতা ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: শওকত আলী, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আ: মোতালিব পাঠান,মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহম্মেদ,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় ঘোষামি ও মাহমুদুল হাসান শামিম নেওয়াজ। এছাড়াও এসময় জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ, দুইটি পৌরসভা ও চৌদ্দটি ইউনিয়নের মোট-৪৮০জন কাউন্সিলরকে ভোট প্রদানের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য আমন্ত্রন জানানো হয়েছিল। এ উপলক্ষে সকাল থেকেই স্থানীয় পুলিশ প্রশাসন ও শহর আওয়ামীলীগ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেন। সকল প্রার্থীই তাদের পক্ষের সমর্থন আদায়ের জন্য দুপুর দেকেই কর্মী-সমর্থকদের নিয়ে সভাস্থলে উপস্থিত হন। ভোটের পরিবেশ না হওয়া এবং প্রত্যেক প্রার্থীই তাদের স্ব-স্ব অবস্থানে অনড় থাকায় বাছাই করা সম্ভব হয়নি। এমতাবস্থায় চুড়ান্ত প্রার্থী নির্বাচনের জন্য তিন চেয়ারম্যান প্রার্থীর নামই কেন্দ্রে পাঠানোর ঘোষনার মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ