কেরানীগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম,শুক্রবার,১৬ ফেব্রুয়ারী ২০১৮ : ঢাকার কেরানীগঞ্জের নাজিরেরবাগ এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মো. বাবু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি জননী কুরিয়ার সার্ভিসের কর্মী ছিলেন।
তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ থানায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের নাজিরেরবাগ এলাকায় ঢাকা-মাওয়া সংযোগ সড়কের পাশে জননী কুরিয়ার সার্ভিস অফিসে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ বাবুর লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ রাতেই স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা যায়, জননী কুরিয়ার সার্ভিস অফিস এলাকায় তাদের নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায় । এসময় বাবু ট্রান্সফরমারটির পাশেই অফিসের কাজ করছিলেন। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মো. মহিদুল ইসলাম বলেন, নিহত বাবুর লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি একই জায়গায় জননী কুরিয়ার সার্ভিস ও হাসান বুক ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়।