সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

কোটা আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বর্তমানকণ্ঠ ডটকম / ৭ পাঠক
সোমবার, ৯ এপ্রিল, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার ০৯ এপ্রিল ২০১৮:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে এ মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে ভূগোল ও পরিবেশ বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন, কোটা সংস্কারের যে দাবি, তা যৌক্তিক। এটা সরকারের মেনে নেয়া উচিত।

মানববন্ধনে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী শিখা সরকার বলেন, আমাদের ক্যাম্পাসে গতকাল যে ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। আমরা আমাদের ক্যাম্পাসে নিরাপদ নই। তাই এখানে প্রতিবাদ জানাতে এসেছি।

একই বিভাগের আরেক শিক্ষার্থী শারফুর রহমান বলেন, আমরা তো কোনো অন্যায্য দাবি করিনি, তা হলে পুলিশ কেন এ হামলা করল? আমরা এ হামলার বিচার চাই।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর রোববার রাত ৮টা থেকে রাত ১টার পর পর্যন্ত কয়েক দফায় পুলিশের লাঠিচার্জ ও গুলি হয়। সেই সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এর পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ