ব্রাহ্মণবাড়িয়া,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ০১ এপ্রিল ২০১৮: অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
রবিবার সকালে জেলা শহরের কাউতলী, টিএ রোড, কালীবাড়ি মোড় ও মোড়াইলসহ বিভিন্ন এলাকায় লিফলেটগুলো বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম মোল্লা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামন শামীমসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।