রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু

বর্তমানকণ্ঠ ডটকম / ৬ পাঠক
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০

অনলাইন ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে। রবিবার দুপুর ২টার পর এ শুনানি শুরু হয়।

এর আগে রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করে। পরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই সময় নির্ধারণ করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন (বাপ্পী) বলেন, অ্যাটর্নি জেনারেল এ মামলায় শুনানিতে অংশ নেবেন। তিনি এখন অন্য মামলায় ব্যস্ত থাকায় দুপুর ২টা পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

এদিকে খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশি ও পরিচয় নিশ্চিত হয়ে জনসাধারণকে আদালতে প্রবেশ করতে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে ঢাকার বিশেষ আদালত-৫। এরপর থেকে তিনি কারাবন্দী।

শারীরিক অসুস্থতার কারণে গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন থেকে তিনি সেখানেই আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ