খেলাধুলা ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম : বৃষ্টির কারণে খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্সের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে আম্পায়ার খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন। তাই সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
সকাল থেকেই মিরপুরের আকাশ অন্ধকার ছিল। সকাল ১২টা থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। যা অব্যাহত ছিলো। খেলাটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছিলো। দীর্ঘসময় অপেক্ষার পর আম্পায়ার ম্যাচটি পরিত্যক্তের ঘোষণা দেন।
ঢাকার বিপক্ষে মঙ্গলবার ম্যাচ হেরেছে খুলনা। তাই এই ম্যাচটি মাহমুদউল্লাহর দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলো। চার ম্যাচে দুটি জয় পাওয়া খুলনার প্রতি ম্যাচেই পরিবর্তন আসছে একাদশে।
অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করা সিলেট সিক্সার্স এখন জয়ের সন্ধানে। টানা দুই ম্যাচ হেরে যাওয়া দলটি জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে উঠেছে।
আজ জিতলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠার জোরালো সম্ভাবনা ছিলো খুলনা টাইটানসের।