নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮: গাজীপুরে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট কর্মচারী ইউনিয়নের (প্রস্তাবিত) সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার (৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ‘গত ২০ মে গাজীপুরে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট কর্মচারী ইউনিয়ন (প্রস্তাবিত) ঢাকা বিভাগীয় শ্রম দফতরে জমা দেন। শ্রমিকের প্রস্তাব জমা দেয়ার পর ২৬ মে গাজীপুরে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্টের মালিক বেআইনি ভাবে ১০ জন ইউনিয়ন কর্মকতার্কে চাকরিচ্যুত করেন।’
অবিলম্বে চাকরিচ্যুতদের পুনর্বহালের জোর দাবি করেন বক্তাবরা। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, ওয়ার্কার্স পার্টির মহানগরের সভাপতি আবুল হোসাইন, মোকছেদুল হক, আব্দুল রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।