রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামে ভূমি অফিসে হঠাৎ ভূমিমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ১২ পাঠক
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯

চট্টগ্রাম । বর্তমানকণ্ঠ ডটকম-
চট্টগ্রাম ভূমি অফিসে আকস্মিক সফরে গিয়ে কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

রোববার (৩ ফেব্রুয়ারি) তিনি ভূমি অফিসে যান। কর্মকর্তারা এসময় তাকে স্বাগত জানান।

এসময় মন্ত্রী দায়িত্বরত কর্মকর্তাদের কাজের খোঁজ-খবর নেন। সেখানে নানা সমস্যা নিয়ে আসা লোকজনের সাথেও কথা বলেন তিনি।

ভূমি অধিগ্রহণ শাখায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রায় শোনা যায়। আর এর মধ্যেই মন্ত্রীর সফরে নড়েচড়ে বসেন কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ভূমিমন্ত্রী এ পরির্দশনে এলেন।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, চট্টগ্রামে বেশ কিছু ভূমি অধিগ্রহণের কাজ চলেছে। কিছু অভিযোগ আমার কাছে এসেছে। অধিগ্রহণের চেক থেকে ১২-১৫ শতাংশ দিতে হয়। এটা অনেক গুরুতর অভিযোগ। চেক দিলে ওই চেক চলে যাচ্ছে দালালের হাতে। এ জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি করার বিষয়টি চিন্তাভাবনা চলছে।’ ‘ভূমি অফিসের নিচের পর্যায়ে সমস্যা রয়ে গেছে। সার্ভেয়ার-কানুনগোদের বিরুদ্ধে অভিযোগ বেশি। মন্ত্রী কিংবা ডিসিকে অভিযোগ করা হলে হয়রানি আরও বেড়ে যায় বলে শুনেছি।’

কর্ণফুলী নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে নিজের শক্ত অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘কোনো প্রভাবশালী নাই। প্রভাবশালী বলতে আমি কিছু বুঝি না। সরকারের চেয়ে প্রভাবশালী কে? মহামান্য আদালতের রায় আমাদের আছে। কাজ দেখেন, কথা বেশি বলে লাভ নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ