নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,১১ ফেব্রুয়ারী ২০১৮ : যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের পটিয়া কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন-রিদোয়ান (৪০) ও ছোটন (২৫)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’