বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবাসহ বৈদেশিক মুদ্রা উদ্বার

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০

চট্টগ্রাম : কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে ৪০ হাজার পিচ ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ রোববার দুপুরে জেলা পুলিশের কার্যালয়ে আটক চার মাদক ব্যবসায়ীকে আনা হয়।

এর আগে পটিয়া খরনা মোজাফ্ফরবাদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের কয়েকটি টিম এসব মাদক ব্যবসায়ীদের আটক করে।

পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান,মোটর সাইকেল আরোহী এসব মাদক ব্যবসায়ীরা ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে কক্সবাজার থেকে মাদক পাচার করতো। অভিযানের সময় ১২ শো পাউন্ড বৈদেশিক মুদ্রা উদ্বার করা হয়। যার পরিমাণ ১ লাখ ২০ হাজার টাকা।

ইয়াবা পাচারের সাথে আন্তজাতিক চক্র জড়িত থাকায় যুক্তরাজ্যের মুদ্রা ব্যবহ্রত হয়ে আসছে বলে জানান পুলিশ সুপার। অভিযানের সময় মোটর সাইকেল আরোহী মোজাম্মেল হক, নুর নবী, হাসমাত কবির শাকিল, জাহেদুল ইসলাম রাতুল কে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভুইয়া, মহিউদ্দিন মাহামুদ সোহেল,আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে, পুলিশ সুপার চট্টগ্রামে নতুন করে মাদক ব্যবসায়ী সহ ইয়াবা পাচারকারীদের তালিকা প্রস্তুত করছে বলে জানান। পাশাপাশি জেলা থেকে মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি গ্রহন করার কথা জানিয়েছেন পুলিশ সুপার এসএম রশিদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ