1. azadkalam884@gmail.com : A K Azad : A K Azad
  2. bartamankantho@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  3. cmisagor@gmail.com : বর্তমানকণ্ঠ ডটকম : বর্তমানকণ্ঠ ডটকম
  4. hasantamim2020@gmail.com : হাসান তামিম : হাসান তামিম
  5. khandakarshahin@gmail.com : Khandaker Shahin : Khandaker Shahin
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ০২:১৭ অপরাহ্ন
চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল ৩ শিক্ষার্থীর

এ কে আজাদ, চীপ রিপোর্টার।
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। হতাহতদের প্রত্যেকেই অটোরিক্সার যাত্রী ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উর্মি, রিফাত ও সাদ্দাম হোসেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী। আহতরা হলেন- যাত্রী ইব্রাহিম ও অটোচালক মনির হোসেন।
স্থানীয়রা জানায়, বৃস্পতিবার সকালে ঢাকাগামী  যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত মৃত্যুবরণ করেন। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেয়া হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যায়। আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সিএনজি চালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিক্সা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
এই পাতার আরো খবর

প্রধান সম্পাদক:
মফিজুল ইসলাম সাগর
Bartaman Kantho © All rights reserved 2020 | Developed By
Theme Customized BY WooHostBD