এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চাঁদপুর জেলায় লকডাউন ঘোষণা করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে। আর তা অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখার অপরাধে বিভিন্ন স্থানে পরিচালিত হয়েছে ভ্রাম্যমান আদালতের অভিযান। সংক্রামক রোগ আইন ২০১৮ অনুযায়ী ৪৭ টি মামলা দায়ের করা হয়। এ সময় ৪৭ জনকে ৬৭ হাজার ৪শ্#৩৯; টাকা জরিমানা করা হয়েছে ।
চাঁদপুরের ৮টি উপজেলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ রোধের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিষ্ট্রেট মাজেদুর রহমান খান ।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষনা করে প্রশাসন। এরি মধ্যে চাঁদপুরে করোনাভাইরাস (কোভিড- ১৯) এ’ আক্রান্ত ২জন রূগী শনাক্ত করা হয়েছে। যে দুই জন আক্রান্ত রুগী পাওয়া গেছে দুজনই নারায়নগঞ্জ জেলা থেকে আগত।