রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

চাঁদপুর : আইসোলেশনে ভর্তির দেড় ঘণ্টার মধ্যে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

বর্তমানকণ্ঠ ডটকম / ৫ পাঠক
শনিবার, ২ মে, ২০২০

এ কে আজাদ, ব্যুরো প্রধান, বর্তমানকন্ঠ ডটকম, চাঁদপুর : চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ফাতেমা (৪০) নামের এক গৃহবধূ মারা গেছে। তার বাসা চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকায়। তার স্বামীর নাম জাহাঙ্গীর।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা টেস্টের জন্য। রিপোর্ট আসলে জানা যাবে মৃত মহিলা করোনায় আক্রান্ত ছিলেন কিনা। তবে তার মধ্যে করোনার উপসর্গ বিদ্যমান ছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই রোগী রাত ৮টার সময় জ্বর, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে আসে। করোনার উপসর্গ দেখে তখন তাকে তাৎক্ষনিক হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। ভর্তির দেড় ঘণ্টার মাথায় রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ ফাতেমা মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ