
জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবাে (১৫ সেপ্টেম্বর) বেলা বারোটার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ইউসুফ গাজী।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল, সহ- সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ তোফায়েল হোসেন বলেন, এ পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীসহ মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, শাহারাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।