চাঁদপুর পদ্মা-মেঘনা-ডাকাতিয়া ত্রী নদীর মোহনায় এমভি লামিয়া নামের যাত্রী বাহী লঞ্চের ধাক্কায় যাত্রী বাহী ১ টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারের অন্যান্য যত্রীরা সাঁতরে নদী কিনারায় আসতে সক্ষম হলেও এক ট্রলার যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।
৫ই নভেম্বর শুক্রবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক এ. কে. এম. কায়সারুল ইসলাম।
তিনি জানান, এমভি লামিয়া নামের লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নাছিমা বেগম(৩৫) নামের ট্রলারের এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন। তাছাড়া ট্রলারে থাকা অন্যান্য যাত্রীরা সাঁতরে উপরে উঠতে সক্ষম হয়। লঞ্চটি দ্রুত ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে মোহনপুর নৌ -সিমানা থেকে আটক করা হয়। বর্তমানে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে আটক করে নিয়ে আসা হচ্ছে। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযানের প্রস্তুতি চলমান রয়েছে।
তিনি আরও জানান, ওই লঞ্চটি শরিয়তপুর থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দ্যেশ্যে যাওয়ার কথা ছিলো।আর ট্রলারটি নদীর ওপার থেকে এপারে ৮/১০ জন যাত্রী নিয়ে আসছিলো। আর এর মধ্যেই এ ঘটনা ঘটে। লঞ্চের বিরুদ্ধে নৌপুলিশ কর্তৃক মামলা দায়ের করার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।