রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ চরমপন্থি গ্রেফতার

বর্তমানকণ্ঠ ডটকম / ৯ পাঠক
বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ০৯ মে ২০১৮:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ আব্দুস সাত্তার (৩৬) নামে চরমপন্থি দলের এক সদস্য গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর বৃহস্পতিবার (৩ মে) দুপুর ১২টার দিকে তাকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার রাত ১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুস সাত্তার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের নিজাম উদ্দীন মন্ডলের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, বুধবার রাতে ওসি আবু জিহাদ মো.ফকরুল আলম খানের নেতৃত্বে একদল পুলিশ শহরের রেলস্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে সাত্তারকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশি করে ওয়ান শুটার গান ও ২ রাউন্ড বন্দুকের গুলি পাওয়া যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ব্রেকিংনিউজকে জানান, গ্রেফতারকৃত আব্দুস সাত্তার চরমপন্থিদলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ