জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে : জাপা চেয়ারম্যান জি এম কাদের
এ কে আজাদ, চীপ রিপোর্টার
প্রকাশিত :
শনিবার, ১১ জুন, ২০২২
আওয়ামী লীগ-বিএনপির মধ্যে আদর্শগত ১৮০ ডিগ্রী ফারাক থাকলেও দেশ ও জনগণের অপছন্দের কর্মকান্ড তাদের সাথে ব্যাপক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।তিনি বলেন, জনগণ এখন বিকল্প শক্তি খুঁজছে। দেশের মানুষকে বিকল্প শক্তি উপহার দেয়ার লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করছে।
তিনি শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্যে তার দল কাজ শুরু করেছে। তবে, কোনো দল বিশেষ সরকারি বা বিএনপি’র সাথে জোট করবে কিনা, তা পরিস্থিতি ও সময় বলে দেবে।
তিনি বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি উপহার দেয়া হচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, দলের কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।
এর আগে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।