জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস খানের হাতে তুলে দিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সহ-সভাপতিদ্বয় ও শীর্ষখবর.ইউকের প্রধান সম্পাদক ডা. আবদুল আজিজ এবং শীর্ষ খবর.ইউকের উপদেষ্টা সম্পাদক সায়েক এম রহমানের সম্পাদনায় শীর্ষ খবর ইউকে প্রকাশিত “একটি ভোরের প্রতীক্ষায়” ও প্রথম নিউজের উপেদষ্টা সম্পাদক, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক সায়েক এম রহমানের ‘অবরুদ্ধ বাংলাদেশ’ বই দুটি তুলে দিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
সোমবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বই দুটি তুলে দেয়া হয।
এসময় শীর্ষখবর ইউকে আয়োজিত “একটি ভোরের প্রতীক্ষায়” বইয়ের মোড়ক উম্মোচনের স্মারক সম্মাননাও প্রদান করা হয় জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাতে।