নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮: রংপুরের বদরগঞ্জ উপজেলায় জুয়ার আসরে পুলিশ হানা দিয়ে ১০ জুয়ারিকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার শঙ্করপুর এলাকার মামুনের বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কালুপাড়া ইউনিয়নের শঙ্করপুর এলাকার বটপাড়ার খোদা বকশের ছেলে মতিয়ার রহমান (৫০), মনসুর আলীর ছেলে মোকাররম হোসেন (২৭), ওসমান আলীর ছেলে মশিউর রহমান (৩৫), আব্দুস সালামের ছেলে ওমেদ আলী (৪০), জমশেদ আলীর ছেলে আব্দুর রহিম (২৫), বিলপাড়ার মোবারক আলীর ছেলে সাইফুল ইসলাম (২২), উত্তর পাড়ার সিদ্দিক উল্যাহর ছেলে আব্দুল কাদের (৩৬), মন্ডলপাড়ার ফয়েজ উদ্দিনের ছেলে হাসিনুর রহমান (৩৮), পৌরশহরের কলেজপাড়ার আব্দুর রহিমের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও রফিকুল ইসলামের ছেলে মশিয়ার রহমান (৩৫)।
এদিকে দুপুরে বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।