বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

জোড়া বোনের একজন অঙ্ক পড়ান, অন্যজন ইংরেজি

বর্তমানকণ্ঠ ডটকম / ১১ পাঠক
সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০

১৯৯০ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ জার্মানির মিনেসোটায় জন্ম নেন অ্যাবিগেইল এবং ব্রিটনি। একই শরীরে আলাদা চিন্তাভাবনা, খাদ্যাভ্যাস তাদের। সম্পূর্ণ দু’জন আলাদা মানুষ। বিশ্বখ্যাত সেই দুই বোনের ছোট থেকে বড় হওয়া ছিল গল্পের মতো। তাদের মা প্যাটি হেনসেল যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তিনি জানতেন তার শরীরে একটি ভ্রূণই বেড়ে উঠছে। কিন্তু চিকিৎসকরা তাকে যমজ সন্তান উপহার দেন। অ্যাবি এবং ব্রিটনি-দুই বোন। দুই শিশুই জোড়া। বাইরে থেকে তাদের শুধু মাথা আলাদা। সাধারণত এ রকম সন্তান খুব বেশি দিন বাঁচতে পারে না। চিকিৎসকরা প্যাটিকে জানিয়েছিলেন, অস্ত্রোপচার করে তাদের আলাদা করে দেওয়া হবে। তবে সে ক্ষেত্রে যে কোনো একজনকে বাঁচাতে পারবেন তারা। মায়ের মন তাতে রাজি হয়নি। কোনো সন্তানকেই প্যাটি হারাতে চাননি। স্বামীর সঙ্গে মিনেসোটার প্রত্যন্ত ফার্মে দুই সন্তানকে নিয়ে তারা বসবাস শুরু করেন। সংক্রমণ এড়াতে প্রত্যন্ত জায়গা বেছে নিয়েছিলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ