বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে জেডিসি পাস

বর্তমানকণ্ঠ ডটকম / ৪ পাঠক
সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম:
ছেলের নাম মেহেদি হাসান, বাবা বাবুল হোসেন। বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায় গ্রাম ইউনিয়নের খামারমুন্দিয়া গ্রামে। দুজনেই এ বছর একসঙ্গে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাসও করেছেন দুজনেই। বাবা ও ছেলের একসঙ্গে পরীক্ষা দিয়ে পাস করায় এলাকায় বিষয়টি মানুষের মধ্যে বাড়তি আলোচনায় এসেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বাবা বাবলুর রহমান পেয়েছেন জিপিএ ২.৭২ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ ২.০৬।

বাবা-ছেলে এবার উপজেলার খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদরাসা থেকে একসঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ফলাফল হাতে পেয়ে উচ্ছ্বসিত বাবুল হোসেন বলেন, ‘আমি বরাবরই বিশ্বাস করেছি, শিক্ষার কোনও বয়স নেই। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আলেম হওয়ার। তাই ছেলের সঙ্গে জেডিসি পরীক্ষায় অংশ নিই।’

এবার দাখিল ও আলিম পরীক্ষা দিয়ে যতটা সম্ভব পড়াশোনা চালিয়ে যেতে চান বাবুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ