নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার,২৪ ডিসেম্বর ২০১৭: মাদক ব্যবসায়ী দ্রুত বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিল। আর সেই তাড়াহুড়ায় হাজার খানেক গাজার সিগারেটসহ পুলিশের গাড়িকে ট্যাক্সি ভেবে উঠে পড়েন।
অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে কোপেনহেগেনের ক্রিস্টিয়ানিয়া এলাকায়, ১৯৭০ সালে এই এলাকা হিপিদের দ্বারা প্রতিষ্ঠিত এবং মাদক কেনাবেচার কেন্দ্র হিসেবে পরিচিত। পুলিশের বিবৃতিতে বলা হয়, গতকাল রাতে ক্রিস্টিয়ানিয়ায় এক মাদক ব্যবসায়ী বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিল। সে অবাক হয়ে আবিষ্কার করে যে সে পুলিশের গাড়িতে বসে আছে। পুলিশও তাকে পেয়ে খুশি হয়েছিল কারণ তার কাছে প্রায় হাজার খানেক গাজা দিয়ে তৈরি সিগারেট ছিল।
ডেনমার্কে গাজা কেনাবেচা কিংবা কাছে রাখা অবৈধ। পুলিশ গত কয়েক মাস ধরে ক্রিস্টিয়ানিয়ায় অভিযান চালিয়ে আসছিল মাদক ব্যবসায়ীদের খোঁজে।