বর্তমানকন্ঠ ডটকম, সরিষাবাড়ি, জামালপুর : সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।
২০ এপ্রিল সোমবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরস্থ তথ্য প্রতিমস্ত্রী মুরাদ হাসানের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব রক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এবং ৫০ পিস সার্জিক্যাল মাস্ক ডাক্তার ও নার্সদের জন্য প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার জারিন পিপিই ও সার্জিক্যাল মাস্ক গ্রহণ করেন।
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় দেশের নাগরিকদের সুরক্ষার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। সবাইকে সচেতন এবং সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।
প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, থানার ওসি মাজেদুর রহমান, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।