সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

ডুবে যাওয়ার আগে সন্তানকে কচুরিপানায় ছুড়ে দেন মা

বর্তমানকণ্ঠ ডটকম / ২৩ পাঠক
রবিবার, ২৩ জুন, ২০২৪

বাবার কোলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ছয় মাস বয়সী সাবরিন। সে হয়তো জানে না তার মা আর নেই। মেয়েকে নিয়ে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে সেতু ভেঙে খালে পড়ে মারা গেছেন মা।

শনিবার (২২ জুন) বরগুনা জেলার আমতলী উপজেলার চাওড়া ও হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে সাবরিনের মা রাইতি খানসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

শিশু সাবরিনের বাবা সোহেল খান জানান, সাবরিনের মা রাইতিসহ তাদের আত্মীয় স্বজনদের ১৬ জন একটি মাইক্রোবাসে ছিল। সেতু ভেঙে মাইক্রোবাসটি যখন নদীতে ডুবে যাচ্ছিল রাইতি তখন কোল থেকে সাবরিনকে কচুরিপানার মধ্যে ফেলে দেয়। পেছনে একটি অটোতে সোহেলসহ দুইজন আত্মীয় ছিল। তারাও পানিতে ডুবে যাচ্ছিল। সোহেল কোনোভাবে সাঁতরে ওপরে উঠে আসতেই কচুরিপানার ওপর তার চোখ পড়লতেই দেখেন কচুরিপানার ওপর সাবরিন। সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে সেখান থেকে উদ্ধার করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ