নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭: রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টারে রানা নামে এক ব্যক্তিকে হত্যার মামালায় চারজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবদুর রহমান সর্দার এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রবিন, আলামিন, জাহাঙ্গীর ও মাসুদ। বাবলা ও মনির নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো এক বছর তাদের কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।