স্পোর্টস করেসপন্ডেন্ট,বর্তমানকণ্ঠ ডটকম,বুধবার, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর : সম্প্রতি ক্রিকেটে নজিরবিহীন দৃশ্য দেখা যায় ভারতের দিল্লির ফিরোজ শা কোটলায়। এদিন ভারত-শ্রীলঙ্কা টেস্টে শ্রীলঙ্কার ক্রিকেটারেরা ‘মাস্ক’ পরে ফিল্ডিং করতে নামেন। এছাড়াও অসুস্থ হয়ে কয়েকজন মাঠে ও ড্রেসিংরুমে বোমি করেছেন। বায়ু দূষণের ভয়াবহ মাত্রা বৃদ্ধির কারণে মাঠে মাস্ক পরেই খেলতে নামেন ক্রিকেটাররা।
কিন্তু এবার চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলেও ‘মাস্ক’ পড়ে মাঠে খেলতে নেমেছিলেন পাকিস্তানি পেসার হাসান আলী। তাই স্বভাবতই কৌতূহল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার কেন ‘মাস্ক’ পড়লেন। তবে কি দিল্লির মতো বায়ু দূষণের ভয়াবহ মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যদিও ঢাকার বাতাসও দিল্লির মতো ভীষণ দূষিত। কিন্তু মুখে মাস্ক পরার মতো পরিস্থিতি নিশ্চয় তৈরি হয়নি!
হাসান আলী মাস্ক পড়ার কারণ স্পষ্ট করলেন ধারাভাষ্যকার আতাহার আলী খান। তিনি জানান, ‘আমরা শুনেছি ওর নাকি শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা আছে। সে কারণে সে মাস্ক পরেছে। অন্য কিছু নয়। ’
ফিল্ডিংয়ের সময় পরলেও ২৩ বছর বয়সী পাকিস্তানি পেসার বোলিং করেছেন মাস্ক খুলেই।