নরসিংদী,বর্তমানকণ্ঠ ডটকম,সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭: তৃতীয় দফা বদলী হবার পরও নরসিংদীর মায়া কাটাতে পারছেন না নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা। বিশেষ কী কারণে যেন তিনি নরসিংদীর মায়া ছাড়তে পারছেন না। তিনি নরসিংদীর স্ব-পদে বহাল থাকার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। আশ্রয় নিয়েছেন প্রভাবশালী মহলের। তদবির চালাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিদেরকে দিয়েও।
জানা গেছে, নরসিংদী সদর মডেল থানায় যোগদানের পর থেকে তার বিতর্কিত কার্যকলাপের কারণে তাকে এ পর্যন্ত ৩ বার বদলীর আদেশ দেয়া হয়। প্রথমবার বদলী করা হয় গত ইউপি নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশে। তিনি নরসিংদীতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে তাকে বদলীর নির্দেশ দেয়া হয়। এরপর এক মাস অন্যত্র থাকার পর বিশেষ মহলের আশির্বাদে তিনি পুণরায় নরসিংদী মডেল থানার স্ব-পদে ফিরে আসেন। গত ২২ নভেম্বর তাকে সর্ব শেষ বদলীর আদেশ দেয়া হয়। এরপর দীর্ঘ ১২ দিন কেটে গেলেও তিনি তার নতুন কর্মস্থল পটুয়াখালীতে যোগদান করছেন না। উপরন্তু নরসিংদীতে থেকে বদলীর আদেশ রহিত করার জন্য তদবির চালাচ্ছেন। এই দুই বদলীর মধ্যবর্তী সময়ে আরেক বার তাকে বদলী করা হয়েছিল বলে শুনা যায়, কিন্তু এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এব্যাপারে নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলমের সাথে যোগাযোগ করলে তিনি ওসি গোলাম মোস্তফার বদলীর আদেশের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ওসি গোলাম মোস্তফাকে পটুয়াখালী বদলী করা হয়েছে। তিনি তার এই আদেশ রদ করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। এছাড়া নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য ওসি গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করলে তিনি তার বদলীর আদেশের সত্যতা স্বীকার করেন।