রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন

দেশে বিল্ডিং কোড পুরোপুরি প্রয়োগ হয় না: অর্থমন্ত্রী

বর্তমানকণ্ঠ ডটকম / ৮ পাঠক
রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭: দেশে ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় ইমারত নির্মাণ বিধিমালার (ন্যাশনাল বিল্ডিং কোড) পুরোপুরি প্রয়োগ হয় না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন,‘বিল্ডিং কোড আইন বহুদিন আগে থেকেই আছে। তবে কোনো কারণে এটা সম্পূর্ণ প্রয়োগ করি না। আমরা বিল্ডিং কোড দেখি এবং অনুসরণ করি। কিন্তু বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে সেই ভবন আমরা ভেঙে ফেলি না।’

রবিবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে বিষয়ভিত্তিক ত্রৈমাসিক পত্রিকা হালখাতা এবং ‘ভূমিকম্পের সময় আমাদের করণীয়’ শীর্ষক বুকলেটের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এসময় বিশিষ্ট নগরবিদ জামিলুর রেজা চৌধুরী, হালখাতা পত্রিকার প্রধান সম্পাদক শওকত হোসেন ও সম্পাদক শরমিন নিশাত উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘একদিক থেকে বাংলাদেশ ভাগ্যবান। বাংলাদেশে খুব কম আগুন লেগেছে। একবছর আগে একবার হয়েছিল। কোথাও আগুন লাগলে পুরো এলাকা খালি হয়ে যাবে। পানি আনার রাস্তা নাই, সুযোগ পাওয়া যায় না। একটা আগুন বা ভূমিকম্প হলে মারাত্মক অবস্থা হয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই পাতার আওর সংবাদ