নরসিংদী: নরসিংদীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নরসিংদী পৌরশহরের ব্রাহ্মন্দী মহল্লার বোনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোকারিমা আক্তার আ. জব্বারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, মোকারিমা দীর্ঘদিন ধরে পাগলের মত আচরণ করতেন। সে জন্য তাকে নরসিংদী এনে তার বড় বোনের বাড়ি রেখেছিলেন তার ছেলে সাইফুল ইসলাম। তাকে ডাক্তার দেখিয়েছেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বুধবার ভোরে বাড়ির পাশে একটি আম গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী থেকে লাশটি উদ্ধার করে মডেল থানা পুলিশ।
নরসিংদী মডেল থানার উপ-পরির্দশক নূরে আলম বলেন, আমরা মোকারিমার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।