নরসিংদী,বর্তমানকণ্ঠ ডটকমরবিবার, ৮ এপ্রিল ২০১৮: নরসিংদীর পুরানপাড়ার রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার সকালে পুরানপাড়া রেললাইনের উত্তর পাশ থেকে তরুণীর লাশটি গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় লোকজন তরুণীর লাশটি দেখতে পায়। তখন তারা পুলিশকে খবর দেয়।
মডেল থানার পরিদর্শক মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নরসিংদী মডেল থানার পরিদর্শক মোজাফফর হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে মৃত্যু নিশ্চিত ভেবে রেললাইনের পাশে ফেলে রেখে চলে যায়।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত করা যায়নি।