নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শ্রমিক লীগের নরসিংদী শহর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় নুর মোহাম্মদ খন্দকারকে সভাপতি ও প্রথমবারের মতো শেখ তারিফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী পৌরসভার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম ভূঁইয়া।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের রাজনীতিতে উশৃঙ্খল ব্যাক্তির কোন স্থান নাই, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। এই সরকারের প্রতিনিধিত্ব করবে শ্রমিক সেক্টরে শ্রমিক। এতে যদি কেউ বাহিরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এর সঠিক জবাব জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ এবং কর্মীরাই দিবে।