আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে নাটোর ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এই প্রতিপাদ্য ও ‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকাল ৩টায় জুম অনলাইন প্লাটফর্মে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ডিপিএফ সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সদস্য এ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী ও অন্যদের মধ্যে সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে নাটোর ডিপিএফ এ সভার আয়োজন করে। এতে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ বিভিন্ন পর্যায়ের ৯০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।