অমর ডি কস্তা, বর্তমানকন্ঠ ডটকম, নাটোর : নাটোরের হালসার নন্দকুজা নদীতে মাছ ধরে ফেরার সময় পানিতে ডুবে নেসার উদ্দিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত নেসার উদ্দিন পার হালসা এলাকার আব্দুলের ছেলে। রবিবার দুপুরে নন্দকুজা নদীতে ডুবে তার মৃত্যু হয়।
জানা যায়, দুপুরের দিকে দুলাভাইকে সাথে নিয়ে নন্দকুজা নদীতে ঠেলা জাল দিয়ে চিংড়ি মাছ ধরতে নামে। মাছ ধরা শেষে নদী সাঁতার দিয়ে পার হওয়ার সময় হঠাৎ নেসার উদ্দিন পানিতে তলিয়ে যায়। মাছ ধরতে সাথে থাকা নেসারের দুলাভাই তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা নদীতে নেমে নেসার উদ্দিনকে পানির নিচে কাঁদায় আটকা অবস্থায় উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে অবস্থার অবিনতি ঘটলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়। হালসা ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।